ভয় .

ভয় 

– সাম্যময় সেন গুপ্ত –

উঠতি মস্তান কে ভয়

চ্যাংড়া ছোড়াদের ভয় 

পুলিশ কে ভয়

কোর্ট কাছারি কে ভয়

হাসপাতাল কে ভয়

আক্সিডেনট  কে ভয়

আপিসের বস কে ভয়

অপমান কে ভয়

অসুখ কে ভয়

অপারেশন কে ভয়

নেতা কে ভয় 

ক্যানসার কে ভয়

এডস কে ভয়

দারিদ্র কে ভয়

চাকরি হারাবার ভয় 

ফেল করার ভয় 

নরকের ভয় 

প্রিয়জনের মারা যাবার ভয় 

আতঙ্কবাদীর ভয় 

নাশকতার ভয় 

বড় বড় খরচের ভয় 

ভালবাসা হারানোর ভয় 

জমার  শুদের হাড় কমার ভয় 

ধারের শুদের হাড় বাড়ার  ভয় 

অনলাইন ফ্রড আর হ্যাকিং এর ভয় 

ডিমোশনের ভয় 

কমপালসারি ওয়েটিং-কে ভয় 

শেয়ার মার্কেট পড়ার ভয় 

মাথার চুল ওঠার ভয় 

পকেটমারের ভয় 

বাড়ির চাবি হারাবার ভয় 

সন্তান বিপথে যাবার ভয় 

স্ত্রী অসতী হবার ভয় 

স্বামি পর হওয়ার ভয় 

ডিভোর্স কে ভয় 

ধ্বজভঙ্গ -এর ভয় 

ধর্ষনের ভয় 

ভুমিকম্পের ভয় 

আর অবশ্যই…..

মৃত্যু ভয় !


এই এত সব ভয় নিয়ে

যারা বেঁচে থাকে  

তাদের জীবন আলোয় ভরুক

পথের বাঁকে বাঁকে  

…………..

Leave a comment