পাহাড়ের পথে

পাহাড় পথে

—- ইভান গুপ্ত

অফিস যাই , স্কুল যাই,

যাই দোকান বাজার 

মন গেছে আজ পাহাড় পথে

যেখানে ফুলের বাহার ।

রোদ সোনালি , বোতাম ফুল

ঠান্ডা বাতাস, নরম উল

সেখানে শুধুই মিছিল মেঘের,

ভাষন কুয়াশার ।

মন গেছে আজ পাহাড় পথে

যেখানে ফুলের বাহার ।

পাইন বনে ঝিঁঝির ডাক

কিছু কথা না বলাই থাক,

জানলা সকাল দেয় উপহার

কাঞ্চন চূড়ার ।

মন গেছে আজ পাহাড় পথে

যেখানে ফুলের বাহার ।

সেখানে পথের চাপান উতোর

পাখীর ডানায় নরম ভোর –

রডোডেনড্রন আগুন জ্বালায় 

বিপ্লবী পতাকার !

মন গেছে আজ পাহাড় পথে

যেখানে ফুলের বাহার ।

____________

© All Rights Reserved

Author mail : swamiguptagyan@gmail.com

নাম নেই

নাম নেই

— ইভান গুপ্ত 

সেই জায়গাটার কোনো নাম নেই । পাহাড় আছে , বরফে ঢাকা, অনেক দূরে, কুয়াশা ঢাকা রাস্তা আছে বনের মধ্যে দিয়ে, সব প্রাচীন গাছে ভরা বন । জায়গাটা খুব সুন্দর কিন্তু কোনো নাম নেই । যারা সেই জায়গাটা ঘুরে আসে, তারা নিজেদের পছন্দ মতো একটা নাম দেয় মনে মনে । ওই নামেই মনে রাখে জায়গাটা সারাজীবন । এই ভাবে জায়গাটার অনেক নাম হয়ে গেছে – এক এক জনের দেওয়া এক এক নাম । কিন্তু জায়গাটার কোনো নাম নেই । 

© Copyright reserved. 

email : swamiguptagyan@gmail.com