The Truth About Love

The Truth About Love

   — Ivan Gupta

I am going to look in your eyes and whisper that I love you. And then I am going to tell you some more lies. I will gently wrap my arms around you from behind and tell you that you are special. I will tell you some  more lies and you will love the whole thing. 

You see , love has nothing to do with either truth or honesty. Love is an honest endeavour to lie and a delightful experience listening to those lies. You keep those bits of lies in your head and weave a dream of your own. You write, you sing , you talk about it. After a few generations, for someone else just like you, it will be a reality. Love is a fiction, fiction is a lie. Lies make life liveable. 

© All Rights Reserved. Author’s mail swamiguptagyan@gmail.com

image 4m net

সিলেবাসের বাইরের

From net

সিলেবাসের বাইরের 

— ইভান গুপ্ত 

তোমার জীবন, তোমার

সিলেবাসের বাইরের কবিতা,

পড়েছ কি  ?

মহাপুরুষদের বাণী তোমার

জন্য নয়, 

তাঁরা হাঁটেননি তোমার পথে,

তাঁরা লড়েননি তোমার লড়াই ।

তোমার রক্ত, তোমার ঘাম,

তোমার চোখের জলের দাম, 

কারুর জানার কথাও তো নয় ।

থাকনা তোমার নিজের কিছু ,

গোপন কিছু ।

তোমার কতটা রক্ত জল, 

চোখের জল আর বুকের ভয় মিশিয়ে

তৈরী হয় একান্তই তোমার, একটা

ঝিকঝিকে ছোরা – 

এই তথ্য তোমারই থাক  । 

সব মুখাগ্নি কি আর শ্মশানে হয় !

একটা করে মুখাগ্নি , তোমার

বয়েস বেড়েছে বছর দশ,

আয়না জানেনা, তুমি জানো ।

সিলেবাসের বাইরের

এই কবিতা তোমার  । 

একান্তই  তোমার ।

একে গোপন রাখো, রাখাটা দরকার ।

———–

© All Rights Reserved. ( excluding image )

Author’s email swamiguptagyan@gmail.com