অপ্রেম ডায়রি : তুমি আর আমি

অপ্রেম ডায়রি : তুমি আর আমি

— ইভান গুপ্ত 

শুধু তুমি আর আমি ।

শুধুই, তুমি আর আমি,

বুঝে নাও । আর কেউ নেই ।

আমাদের ভালোয় মন্দে,

আর কারুর 

কিছুই যায় আসে না । 

এই বিশালের মাঝে, আমরা দুটি

একা মানুষ ।

শুধুই তুমি আর আমি ।

ভয় করে  ? স্বাভাবিক ।

হাসপাতালে আমার জন্য তুমি –

ক্লিনিকে তোমার জন্য আমি ;

ভালবাসার পূর্ণতা যেমন আছে,

শূন্যতা তার চেয়ে বেশী আছে -,

সেই শূন্যতা বড় সহজ নয় ।

শুধুই তুমি আর আমি ,

বুঝে নাও । আর কেউ নেই ।

নেই কোন আত্মীয়, কোন বন্ধু,

কোন আপন ……. । আছি শুধুই

পরস্পর । 

শুধুই তুমি আর আমি । 

এ জীবন, এ পরিচয়, 

কুয়াশার ভেতর থেকে

হেটে এসে আলাপ

আবার কুয়াশায় মিলিয়ে

যাওয়া, এর চেয়ে বেশী কিছু নয় ।

সব ভালবাসার একটা বাস্তব

সমাপ্তি হয় । ওই যাকে

মৃত্যু বলা হয় । আবার, ভালোবাসা

তার পরেও থেকেই যায় , যদি

তা ভালবাসাই হয় । না হলে …..

সমাপ্তির আগেই ফুরিয়ে যায় । 

ওপরে গ্রহ নক্ষত্রখচিত, 

সাবেক আকাশ, নীচে

দিগন্ত বিস্তৃত  মরুভূমি 

আছি শুধুই পরস্পর । 

শুধুই তুমি আর আমি । 

_________

© All Rights Reserved

Author’s mail : swamiguptagyan@gmail.com

The Truth About Love

The Truth About Love

   — Ivan Gupta

I am going to look in your eyes and whisper that I love you. And then I am going to tell you some more lies. I will gently wrap my arms around you from behind and tell you that you are special. I will tell you some  more lies and you will love the whole thing. 

You see , love has nothing to do with either truth or honesty. Love is an honest endeavour to lie and a delightful experience listening to those lies. You keep those bits of lies in your head and weave a dream of your own. You write, you sing , you talk about it. After a few generations, for someone else just like you, it will be a reality. Love is a fiction, fiction is a lie. Lies make life liveable. 

© All Rights Reserved. Author’s mail swamiguptagyan@gmail.com

image 4m net

অপ্রেম ডায়রি

অপ্রেম ডায়েরি

 —— ইভান গুপ্ত

অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার  ?

কিন্তু  ……….,

ভালোবাসা ও যুদ্ধে পাওয়া ক্ষত, কোনদিনই পুরোপুরি শুকোয় না । 

রাজি ?

___________

© Copyright reserved. 

Author email swamiguptagyan@gmail.com

সময় নেই

সময় নেই

— রচনা ইভান

সময় নেই, সময় নেই, সময় নেই ।

অতীত নিয়ে ভাবতে বসার 

সময় নেই ।

পুরোনো বন্ধু , পুরোনো প্রেম …,

কে কেন কি বলতে চেয়েছিল ,

আর বলতে পারেনি ,

ওসব নিয়ে ভাবতে বসার

সময় নেই ।

দিন চলে গেছে , লোক চলে গেছে,

মুহূর্তের পাতা ঝরে গেছে –,

অনুভূতির ফুল শুকিয়ে গেছে ।

ভাবতে বসার সময় নেই

দুঃক্ষ শ্বাসের সময় নেই ।

বক্ষ মাঝে সাবেক ঘড়ি

বন্ধ হতে কত দেরী,

জানা নেই । তাই 

আমার জীবন আদায় উশুল, 

নিরন্তর এই প্রয়াসের

খামতি নেই ।

সময় নেই ভাই, সময় নেই ।

আজ রাতের ঘুমের পর

আর যদি না সকাল হয় ,

কার তাতে কি আসবে যাবে ?

ভাবতে বসার কার কি দায় !

তাই তর্ক চলুক অন্য ঘরে,

চলুক মনের আদান প্রদান,

যার যেখানে বাতাস লাগে,

সেথায় গিয়ে শান্তি পান ।

আমি খানিক ব্যাস্ত আছি,

থাকবো, বাকি থাকার কদিন ;

বিনয় ধুঁয়ে জল খাবো না,

নিন্দে মন্দ করতে দিন । 

আজকে যারা বলছে ভালো ,

কাল হয়তো উল্টো গান ।

আজ যারা চিনতে না চায়,

কাল বন্ধু হতে হাত বাড়ান ।

আমার জীবন, আমার চাওয়া, 

আমার বাঁচার সময় এই , 

পরের তরে নষ্ট হবে 

এমন অধীক সময় নেই ।

সময় নেই, সময় নেই, সময় নেই ।

___________

© Copyright

Samyamoy Sen Gupta. All rights reserved.

Image Source – Net

কালো মেয়ে জাগে

জাগে জাগে !
কালো মেয়ে জাগে !

—- রচনা ইভান

( সত্য ঘটনা অবলম্বনে )

কাঠ কুরুনির দুই মেয়ে
কালো মেয়ে , ধলা মেয়ে ।
ধলা মেয়ের গায়ের রঙে
কুড়ে ঘরটি আলো
কাঠকুরুনি তাকেই দেখো
বাসছে বেশী ভালো ।

কালো মেয়ে ভালো মেয়ে
ধলা মেয়ে রাক্ষসী
কিন্তু কাঠকুরুনি মা দেয়
তাকেই বেশী বেশী !
রাক্ষসী মেয়ে হচ্ছে বড়
বাড়ছে খিদে তার
খোনা গলায় দিনে রাতে
চাইছে খালি খাবার ।

‘একদিন মা তোকেই খাবো’
ঠোঁট চাটে আর ভাবে ,
কালো মেয়ে বোঝে সবই ,
এর এক বিহিত করতে হবে ।

রাতের বেলা মা ঘুমায়
ধলা মেয়ের সাথে
ভাবে মেয়ে , হাত না পা ,
কোনটা নেবে পাতে ?
এমন সময় অন্ধকারে
চোখ ঠাওর করে
কালোয় মিশে কালো মেয়ে
দাড়িয়ে আছে ঘরে ।

“জাগে জাগে ,
কালো মেয়ে জাগে ! হোশিয়ার !
রাক্ষসী , মাকে খাবে ?
সাধ্য নেই তোমার ! “

রাতগুলো সব এমনি কাটে
দিনেও নাটক নানান
কালো মেয়ে ধ্যানে বসে ,
গায় শক্তির গান ।

এমনি করেই একের পরে
এক বছর যায় ,
অবশেষে কালো মেয়ে
ধ্যানের জবাব পায় ।
শক্তি আসে তার মনে
উপচে পরে ঘাসে
ছড়িয়ে পরে শক্তির বীজ
আকাশে বাতাসে ।

শক্তি শব্দ ব্রহ্ম হয়ে
ছড়ায় চরাচর ,
“ধলা মেয়ে রাক্ষসী
তুই মর মর মর !”

একই কথার কাঁপন
বাহির এবং ঘর ;
“ধলা মেয়ে রাক্ষসী
তুই মর মর মর !”

“ধলা মেয়ে রাক্ষসী
তুই মর মর মর !!”

“ধলা মেয়ে রাক্ষসী
তুই মর মর মর !!! “

সত্যি কথা , রূপ কথা নয়
তাই সমাপ্ত হলো না
মরল কি সেই রাক্ষসী ?
সেটা জানানো গেলো না ।

© Copyright Reserved.

হঠাৎ দেখা

অপ্রেম ডায়রি : হঠাৎ দেখা
— ইভান

ফোন নম্বর চেয়েছিলে ।
মাথা নেড়ে বলেছিলাম
“আমায় হারিয়ে যেতে দাও”

অনেক বছর তো
হারিয়েই ছিলাম ।

এক পা , এক পা করে পিছিয়ে
দুরের কুয়াশা মুড়ি দিয়ে
হারিয়েই তো ছিলাম ।

এখন রোদ ভালো লাগেনা ।
রোদ পাঠিওনা প্লিজ ।

আবার
এক পা , এক পা করে পিছিয়ে
দুরের কুয়াশা মুড়ি দিয়ে
হারিয়ে যেতে দাও ।

শুনতে পাচ্ছো ?
গাড়ি , বাস , ট্রাম , হকার ছাপিয়ে
শোনা যাচ্ছে
সেই পাখিটার ডাক ?
পচিশ বছর আগের
কালিম্পং পাহাড়ের সেই পাখিটা ! ….

রোদ এখন হেলে গিয়ে
তোমার ডান পাশের
রোডোডেনড্রন ছুঁয়েছে ।
তারপর কি হবে তুমি জানো ।
কে জিতবে তুমি জানো ,
আকাশ ? রোদ ? নাকি
রোডোডেনড্রন ?

ওই বোধহয় তোমার অ্যাপ ক্যাব এলো ,
আচ্ছা তাহলে ………

© Copyright Reserved


অপ্রেম ডায়রি ১১

অপ্রেম ডায়রি ১১

— রচনা   ইভান

কোথাও শাঁখ বাজছে …
কি পুজো ?  নাকি সন্ধ্যা হলো ?
অথবা ভূমিকম্প …..।

ভালোবাসা তার
নির্দিষ্ট মানুষ খুঁজে নেয় , তাই
অহেতুক তাকে খুঁজো না
সে তোমায় খুজে নেবে  ।
আবার নাও নিতে পারে …. ॥
তাহলে তুমি শুকনো নিমপাতার মতই
হালকা , ভাসমান , যাযাবর ।
তাই বা কম কি ॥

তেমন করে ভূমিকম্প হলে
আমরা ঘর ছেড়ে বেরিয়ে এসে
মিলিত হই । ভয়ের মিলন ।
তাই বা কম কি ॥

শহরের বুকে সন্ধ্যা ঘনায়
ময়দানের অন্ধকার কুয়াশা ভেদ করে
যে জ্বলন্ত ট্রাম ছুটে যায়
তার যাওয়া কি পলায়ন ?
নাকি আক্রমণ ?
ট্রামের ভেতর কারা রয় ?
তাদের কাঁধের ব্যাগগুলো সার্চ করো !  থাকতেই পারে  নকশালী বুকলেট !
তাই বা কম কি ॥

——————–

© content copyright belongs to Samyamoy Sen Gupta dated 13 August 2021 all rights reserved

ভালবাসা হয়না

ভালবাসা হয়না
  —- রচনা ইভান

আসলে
ভালবাসা বলে কিছু হয়না ।

দুটি মানুষের পারষ্পরিক কিছু প্রয়োজন

….. কয়েকশো শারীরিক, কয়েক হাজার মানসিক, ….. যখন যেমন ……,

পরস্পরে মেটালেই, সেটা
তখনকার “ভালবাসা” ।

© Entire content is copyright property of Samyamoy Sen Gupta dated 14.07.2021 all rights reserved.

ডিভোর্স

ডিভোর্স
— রচনা ইভান

আদালতে যাবার অনেক আগেই , অনেক অনেক আগেই , ডিভোর্স হয়ে যায় । একটা মুহূর্ত , একটা ক্ষণ ….. তার ছিঁড়ে যায় …… ডিভোর্স হয়ে যায় । জীবন তো শুধুই কিছু ক্ষণের সমষ্টি । সামান্য কিছু ক্ষণ ; প্রেমের , বিচ্ছেদের , আঘাতের , অপমানের , আনন্দের ক্ষণ ….. বাকি সময়টুকু শুধুই অভ্যেস আর নিয়মের সাদা পাতা !


© content copyright property of Samyamoy Sen Gupta