রেলগাড়ি ঝমাঝম

রেলগাড়ি ঝমাঝম
– সাম্যময় সেন গুপ্ত –

একদিন নেমে যাবো

স্টেশন এলে,
বা হয়তো না এলেও
যারা নেমে গেল
তাদের কি স্টেশন এসেছিল ?
কে কোথায় নামবো
তাও তো জানি না,
শুধু জানি, গাড়ি
চলতেই থাকবে ধীর ছন্দে
আর ….. নেমে যেতে হবে –
সময় হলেই ;
তারপর ?
শুধুই অন্ধকার নাকি
অপরিসীম আলো ?
কেউ জানেনা, জানবে না .
গাড়ির কামরাটি বড়
পরিচিত জ্ঞান ইস্তক –
বাতাস বৃষ্টি মাটি মাখা ….
আহা বড় মায়া গো !
কত মুখ, কত টান,
কত মনের বাধন.
তবুও
একদিন নেমে যাবো
স্টেশন এলে,
বা হয়তো না এলেও .
——

Leave a comment